চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন পূর্ণিমা দত্ত, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল। এ ছাড়া ছিলেন খ্যাতনামা বলিউড পরিচালক ওয়েস অ্যান্ডারসন, যিনি নিজেও সত্যজিৎ রায়ের বড় ভক্ত।
কান চলচ্চিত্র উৎসবের পর এই সিনেমাটি প্রদর্শিত হয়েছিল টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
নতুন খবর হলো, এবার ভারতে ফের মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ৫৫ বছর পর, আগামী ৭ নভেম্বর থেকে ভারতের বেশ কিছু নির্বাচিত হলে মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’-র নতুন সংস্করণ।
কলকাতা ছাড়া মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালুরু, পুনে শহর একাধিক শহরে প্রদর্শিত হবে এই সিনেমাটি। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় সিনেমা হল প্রিয়া-তে দেখানো হবে ছবিটি, তাও আবার ইংরেজি সাবটাইটেলসহ।
শুধু তা-ই নয়, চলতি বছর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও এই সিনেমাটি প্রদর্শন করা হবে।
প্রসঙ্গত, ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাযটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, সিমি গারেওয়াল, পাহাড়ি সান্যাল,অপর্ণা সেন এবং শর্মিলা ঠাকুর। অনেকে এই সিনেমাটিকে সত্যজিৎ রায়ের সেরা ছবি হিসেবে গণ্য করেন। যদিও অনেকে আবার ‘নায়ক’ ছবিকেও এগিয়ে রাখেন।
১৯৮৮ সালে প্রকাশিত হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। ঠিক তার ২ বছর পর এই গল্পটিই ছবির আকারে সিনেমার পর্দায় তুলে ধরেন সত্যজিৎ রায়। ৫ দশক পেরিয়ে গেছে, পরিচালক থেকে সিনেমার অর্ধেক কলাকুশলী সকলেই আজ না ফেরার দেশে চলে গেছেন।
আরপি/এসএন