বিনোদন জগতের অন্যতম চর্চিত নায়িকা মালাইকা আরোরা আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি অনুষ্ঠিত এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে মলাইকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন রকুল প্রীত ও জ্যাকি ভগ্নানী। তবে সবার নজর কেড়েছে আর এক অচেনা পুরুষ, যিনি মলাইকার পাশে ঘনিষ্ঠভাবে ছিলেন।
মালাইকা জীবনে নতুন সম্পর্কের গুঞ্জন তুঙ্গে। ২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর মলাইকার ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শোনা গেছে, কিন্তু এবার অনুরাগীরা মুগ্ধ হয়েছেন নতুন পুরুষের সঙ্গে তার রসায়ন দেখে। অনুষ্ঠানে যুবকের সাদা শার্ট ও ডেনিম প্যান্টের পোশাক ছিল। নেটিজেনরা অনুমান করছেন, তার বয়স ৩০-এর ঘরে। মলাইকার সঙ্গে চোখে চোখ রেখে কথোপকথন করতেও তাকে দেখা গেছে।
অনুরাগীরা তার এই নতুন সঙ্গীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ লিখেছেন, “দিন দিন যেন মলাইকার বয়স কমছে। এই জুটি খুবই রসায়নপূর্ণ, উষ্ণ লাগছে।” তবে বিপরীত মতও রয়েছে; কেউ বলেছেন, “একসঙ্গে দেখা মানেই প্রেমিক নয়, হতে পারে তিনি মালাইকার পুত্রের বন্ধু।”
গত ২৩ অক্টোবর মলাইকা জন্মদিন পালন করেছেন। তার সঙ্গে ছিলেন পুত্র আরহান ও ঘনিষ্ঠ বন্ধুরা। জন্মদিনের কেকের উপরে লেখা ছিল ৫০ বছর, যা নেটিজেনদের মধ্যে নতুন প্রশ্ন তোলেছে। মলাইকা নিজেই নিশ্চিত করেছেন, এ বছর তিনি ৫০ বছর পূর্ণ করেছেন।
আরপি/এসএন