সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর আম্বরখানাস্থ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে চৌহাট্টা থেকে ‘ভূখা মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু শুক্রবার (৩১ অক্টোবর) গভীর রাতে পুলিশ কর্মসূচির অনুমতি না দিয়ে তা স্থগিত করার নির্দেশ দেয়।
শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা কর্মসূচিতে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। বাসদের অফিসে কিছু নেতাকর্মী অবস্থান করছিলেন মর্মে পুলিশ হঠাৎ সেখানে প্রবেশ করে সবাইকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, আমাদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সকালেও কার্যালয়ে কোনো ধরনের মিছিল বা সমাবেশ চলছিল না, শুধু পাঠচক্র চলছিল। কোনো উসকানি ছাড়াই পুলিশ সেখানে অভিযান চালিয়ে নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার রিকশা শ্রমিকরা নগরীতে কর্মসূচি করতে চেয়েছিল। ওই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ২২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এবি/টিকে