শুক্রবার (৩১ অক্টোবর) মুক্তি পেয়েছে জুবিন গার্গ অভিনীত শেষ অসমিয়া ছবি ‘রই রই বিনালে’। এদিন ভোর চারটা থেকে আসামের বিভিন্ন প্রান্তের হল হাউসফুল ছিল! জানা গেছে, আগামী এক সপ্তাহের জন্য সব শো ‘সোল্ড আউট’!
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, শেষবারের মতো পর্দায় জুবিন ম্যাজিক দেখার জন্য দ্বিতীয় দিনেও অশ্রুসিক্ত চোখে দলে দলে প্রেক্ষাগৃহে ভিড় করছেন অনুরাগীরা। অগ্রিম বুকিংয়ে টিকিট কেনার হিড়িক দেখেই হলে-হলে এমন ‘জনসুনামি’র ভবিষ্যদ্বাণী করেছিল সিনেবিশ্লেষকরা! মুক্তি পরবর্তী পর্বে সেই দৃশ্যের সাক্ষী থাকল আসামের বিভিন্ন প্রেক্ষাগৃহ।
মুক্তির প্রথম দিনে আসামের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে ‘রই রই বিনালে’। পাঁচ কোটি বাজেটের সিনেমা ওপেনিং ইনিংসেই বাজিমাত করেছে! এক দিনেই দেড় কোটির ব্যবসা করে ফেলেছে জুবিনের শেষ সিনেমা। দর্শকদের বিপুল চাহিদার জেরে জুবিন গার্গের শেষ ছবির ধাক্কায় পিছু হটতে বাধ্য হয়েছে বলিউড-দক্ষিণের তাবড় বাজেটের দুই সিনেমাও।
জানা গেছে, আসামের প্রায় সব প্রেক্ষাগৃহ অন্য সিনেমার প্রদর্শন বন্ধ রেখে চলছে কেবল ‘রই রই বিনালে’! বলিউডের ‘থামা’ এবং ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির পুনমুক্তি প্রাপ্ত ‘বাহুবলী: দ্য এপিক’রও সব শো বাতিল হয়েছে। এমনকি বহু হলে দিনে সাতটি পর্যন্ত জুবিনের ছবির শো রয়েছে। তবুও টিকিটের চাহিদা সামাল দিতে পারছেন না প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।
‘রই রই বিনালে’র অর্থ ‘অশ্রু এখনও ঝরে’। আর সিনেমা দেখতে গিয়েও প্রয়াত জুবিন গার্গের জন্য দর্শকদের অশ্রুধারা বইছে। ছবিতে জুবিন অভিনয় করেছেন এক অন্ধ সংগীতশিল্পীর ভূমিকায়। রয়েছে তার নিজস্ব সুরে ১১টি গানও। এক শিল্পীর জীবনের সংগ্রাম ও অন্তঃজ্বালাই এই ছবির মূল কাহিনি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আসামের সব হলে ছবিটি হাউসফুল যাচ্ছে, এমন নজির আসাম সিনেদুনিয়া এর আগে কখনও দেখেনি! জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে, তা পুরোপুরি তুলে দেওয়া হবে শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’-এর তহবিলে। যা সমাজের অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে।
আরপি/টিকে