বলিউডের নতুন ছবি ‘তেরে ইশক মে’–এর আবেগ এবার আরও গভীর হয়ে উঠেছে দ্বিতীয় গান “উসে ক্যাহেনা”–এর মাধ্যমে। বিশ্বখ্যাত সুরকার এ. আর. রাহমানের সুরে এই গান দর্শক ও শ্রোতাদের হৃদয়ে নতুন আবেগের ঢেউ সৃষ্টি করছে। ধানুশ ও কৃতি স্যাননের অভিনীত ছবির প্রথম গান শিরোনাম গান প্রকাশিত হওয়ার পরেই এই নতুন গান চলচ্চিত্রের আবেগকে আরও উজ্জ্বল করেছে।
গানটি লিখেছেন ইরশাদ কমিল, কণ্ঠ দিয়েছেন নিতেশ আহের ও জোনিতা গান্ধী। গানটি যেন এক আবেগঘন চিঠি, যা কাঁচা, চিরন্তন এবং কবিতার মতো আবেগপূর্ণ। ভিডিওতে কৃতি স্যাননের চরিত্র মুক্তি–এর নতুন দিক ফুটে উঠেছে, যেখানে তিনি মনুষ্যত্বের কোমলতা ও নীরব তীব্রতা–এর মধ্যে দিয়ে নিজের চরিত্রের জটিলতা প্রকাশ করছেন।
রাহমান জানিয়েছেন, গানটি তৈরি হয়েছে হিমাচলের প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের সময়, যেখানে গঙ্গা নদী ও পাহাড়ের সৌন্দর্য তাকে অনুপ্রাণিত করেছে। পরিচালক আনন্দ এল. রাই গানটিকে “আমাদের হৃদয় থেকে উঠে আসা আরেকটি রত্ন” হিসেবে বর্ণনা করেছেন। প্রযোজক ভূষণ কুমার বলেন, “এই গানটি প্রেমের, যা কাঁচা, বাস্তব এবং গভীরভাবে মানবিক।”
ছবিটি ২৮ নভেম্বর, ২০২৫–এ হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তির জন্য নির্ধারিত। ‘তেরে ইশক মে’–এ দর্শকরা ভরসা রাখতে পারেন এক উচ্চমানের সিনেমাটিক অভিজ্ঞতার, যেখানে থাকবে সঙ্গীত, আবেগ ও গল্প বলার নিখুঁত মিশ্রণ।
আরপি/এসএন