শাড়ি বিতর্কের পর ঋজু বিশ্বাসকে নিয়ে নেটভুবনে ‘নতুন তত্ত্ব’ চাউড়। বছরখানেক আগে শ্বশুরবাড়ির পাড়ায় মারধর করা হয়েছে ‘বউ কথা কউ’ অভিনেতা ‘নিখিল’কে! একে লাগাতার মেয়েদের কথোপকথনের ভাইরাল স্ক্রিনশট, উপরন্তু নতুন করে প্রাক্তন স্ত্রী’র প্রসঙ্গ ওঠায় তিতিবিরক্ত অভিনেতা।
সত্যিই কি শ্বশুরবাড়িতে ‘মার’ খেয়েছেন? নেটপাড়াজুড়ে এমন কৌতূহল মাথা চাড়া দিতেই গর্জে উঠলেন অভিনেতা। যাবতীয় জল্পনা, গুঞ্জন নস্যাৎ করে দিয়ে ঋজু সাফ জানান, “যে বা যাঁরা এসব বলছেন, আগে প্রমাণ দিক। এখন অনেকেই বিভিন্ন ধরনের তথ্য রটাচ্ছেন। হাওড়ার কোথায় আমার শ্বশুরবাড়ি, আমিও একটু জানতে চাই প্লিজ! দয়া করে আমার স্ত্রী, শ্বশুরবাড়ির লোকদেরও নিয়ে আসা হোক।”
টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ‘বউ কথা কউ’ ধারাবাহিকে অভিনয় করার সময়েই নাকি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঋজু বিশ্বাস। তবে দাম্পত্য বেশিদিন স্থায়ী হয়নি। কারণ হিসেবে অনেকেই অভিনেতার ‘চারিত্রিক বৈশিষ্ট্য’কে কাঠগড়ায় তুলেছেন। কেউ বা বলছেন, তখনও মেয়েদের ‘শাড়ি পরে ভালো লাগছে’ বলে মেসেজ পাঠাতেন ঋজু! সেই প্রেক্ষিতেই নাকি অতীতে শ্বশুরবাড়িতে বিপাকে পড়তে হয়েছিল অভিনেতাকে। যদিও নেটভুবনে ভেসে বেড়ানো এহেন নানা গুঞ্জন তত্ত্ব নস্যাৎ করে দিয়ে পালটা ‘প্রমাণ দেওয়া’র চ্যালেঞ্জ ছুড়েছেন ঋজু বিশ্বাস।
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই সোশাল পাড়ায় ট্রেন্ডিং ঋজু বিশ্বাস। একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-এর ‘প্রিয় নিখিল’ নেটবাসিন্দাদের চোখে রীতিমতো ‘ভিলেন’ হয়ে উঠেছেন।
ম্যাসেঞ্জারে মেয়েদের ‘শাড়িতে ভালো লাগছে’ বলে মহাবিপাকে পড়েছেন তিনি! অভিনেতার বিরুদ্ধে ‘ভারচুয়াল হেনস্তা’র মতো অভিযোগও উঠেছে। যদিও ঋজু পালটা প্রশ্ন ছুড়েছিলেন, ‘শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?’ তবে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে নেমেও রেহাই পাননি। বরং ‘নিখিল’-এর কপালে জুটেছে লাগাতার কটাক্ষ, সমালোচনা! সেই প্রেক্ষিতেই সোমবার ফেসবুক লাইভে ক্ষমা চাইতে বাধ্য হন অভিনেতা।
এসএন