অভিনয়ের জগতে তিনি এক অনন্য নাম— কনীনিকা ব্যানার্জি। ছোট পর্দা থেকে বড় পর্দা, সবখানেই তাঁর উপস্থিতি দর্শকের কাছে বিশেষ আনন্দের। তবে জনপ্রিয়তার মাঝেও কনীনিকা কখনও নায়িকা হওয়ার মোহে পড়েননি।
অভিনেত্রী বলেন, “আমি ভাল অভিনেত্রী হতে এসেছিলাম, নায়িকা হওয়ার লোভ কখনও আমার ছিল না।” তাঁর এই বক্তব্যে ফুটে উঠেছে অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ও শিল্পচেতনা।
কনীনিকা জানান, তিনি সবসময় এমন চরিত্রে কাজ করতে চান যা দর্শকের মনে ছাপ ফেলবে, নায়িকা নয়— একজন শিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করাই তাঁর মূল লক্ষ্য।
অভিনেত্রীর এই সরল অথচ দৃঢ় কথাগুলো শিল্পীজীবনের প্রতি তাঁর নিষ্ঠা ও আত্মসম্মানের প্রতিফলন বলে মনে করছেন ভক্তরা।
আরপি/এসএন