বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি শৃঙ্খলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা দেবেন। মন্ত্রণালয়ের অনলাইনকে সেবা খাতে আরও মানোন্নয়ন করতে হবে। এবং উপদেষ্টার নির্দেশনা মতো সবাই একত্রিত হয়ে কাজ করব।’
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর বা সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এর আগে, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে সচিব বিলকিস জাহান রিমি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এ দেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে কর্মসংস্থানে আরো সুবিধা হবে।’
এ সময় সভায় উপস্থিত ছিলেন– মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো. কবির উদ্দিন সিকদ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ অন্যান্যরা।
ইউটি/টিএ