রাজধানীর উত্তরার এপিবিএন পুলিশ লাইনের পেছনে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় হাফিজ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি একটি টেক্সটাইল কোম্পানিতে চাকরি করতেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
হাফিজের বাড়ি নড়াইল জেলা লোহাগড়া থানার আড়পাড়া গ্রামে। সে সরাদ উদ্দিন আহমেদের ছেলে ছিল। বর্তমানে সাভারে রামচন্দ্রপুর এলাকায় ভাড়া থাকতো।
বিষয়টি নিশ্চিত করেছেন– বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ।
তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে ফোনে কথা বলার সময় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মাথা এবং হাতে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছি।
আইকে/টিএ