রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অনৈক্যের কারণে নির্বাচন যেন ঝুঁকির মধ্যে না পড়ে। আজ দুপুরে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গনতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে গনতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে। এ সময় নেতারা আরও বলেন, সনদ থেকে নোট অব ডিসেন্ট অংশ বাদ দেয়া হয়েছে। এর ফলে একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে এবং এর দায় সরকার ও কমিশনকেই নিতে হবে।
যে সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে সেটাই অবিকল রাখতে হবে বলে দাবি করেন জোটের সমন্বয়ক হাসনাত কাইয়ূম। অনানুষ্ঠানিকভাবে হলেও সব দলের সাথে আলোচনার মাধ্যমে সরকার ও ঐকমত্য কমিশনকে সংকট সমাধান করে জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগুতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সময় ও খরচের কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিৎ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌছাতে হবে যেন অনৈক্যের কারনে নির্বাচন ঝুকির মধ্যে না পড়ে।
এসএস/টিএ