সিনেমাপ্রেমিদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন থ্রি’। হলিউডের আলোচিত সিনেমাটির প্রথম দুই কিস্তি বক্স অফিস মাতিয়েছিল। এরপর ‘ডুন থ্রি’ মুক্তির অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমিরা। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন।
ডেডলাইন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, মরুভূমির প্রচণ্ড গরম তাকে কতটা কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। তীব্র তাপের কারণে শুটিং চলাকালীন তিনি চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলেন। প্যাটিনসনের বলেন, ডুনের শুট করার সময় মরুভূমিতে এতটাই গরম ছিল যে কিছুই প্রশ্ন করার মতো অবস্থায় ছিলাম না। মাঝে মাঝে এমন হয়েছে যে মনে হচ্ছিল আমার মস্তিষ্ক কাজই করছে না। ডেনিস ভিলনুভ যা চাইতেন, আমি বলতামযা চান তাই করুন।
‘ডুন থ্রি’ আগামী বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এটি ফ্র্যাঙ্ক হারবার্টের ১৯৬৯ সালের উপন্যাস ডুন মেসায়াহ অবলম্বনে তৈরি। প্যাটিনসন ডুন থ্রিতে সিক্যুয়েলে স্কাইটেল চরিত্রে ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।
ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন টিমোথি শ্যালামে, জেনডায়া, রেবেকা ফার্গুসন, জশ ব্রোলিন, ডেভ বাতিস্তা, শার্লট র্যাম্পলিং, স্টেলান স্কার্সগার্ড, জাভিয়ের বারদেম এবং স্টিফেন ম্যাককিনলি হেন্ডারসন। সিক্যুয়েলে যুক্ত হয়েছেন ফ্লোরেন্স পিউ, লেয়া সেডু, ক্রিস্টোফার ওয়াকেন, অস্টিন বাটলার এবং সুঅয়িলা ইয়াকুব। জেসন মোমোয়া আবারও তার চরিত্রে ফিরছেন।
ইএ/এসএন