বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এ জন্য বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।’
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপির প্রার্থী মনোনীত করায় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিভিন্ন স্থানে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপির যখন ক্ষমতায় থাকে তখনো ষড়যন্ত্র হয়। আবার বিএনপি যখন ক্ষমতায় যাবে তখনো ষড়যন্ত্র হয়। তারই অংশ হিসেবে নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি অনুরোধ করব, আপনারা বিএনপি নেতাকর্মীরা সব বিভেদ, সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই ধানের প্রতীকের জয়লাভ করাতে হবে।’
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ষড়যন্ত্র এবং চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। কোনো চক্রান্ত ষড়যন্ত্র যেন নির্বাচনকে ভণ্ডুল করতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতারা।
এসএস/টিএ