আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবার তার বাগদত্তা নুসরাত খান তাকে সমর্থন করা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।
আজ ভিডিওবার্তায় তিনি বলেন, ইশরাক একজন ডাইনামিক পলিটিশিয়ান, তিনি অত্যন্ত সাহসী। এসময় তিনি বলেন, আমার পক্ষ থেকে আমার যতোটুকু সাপোর্ট করা সম্ভব আমি করবো।
নুসরাত উল্লেখ করেন, আমার মা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। কিন্তু তিনি শিক্ষিত ছিলেন। তিনি আমার বাবাকে সাপোর্ট দিয়েছেন। আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির। তাই আমি ইশরাকের প্রতি আমার পূর্ণ সমর্থন দিচ্ছি।
এসএস/টিএ