বলিউডে নতুন করে উত্তাপ ছড়িয়েছে যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ছবি আলফা ঘিরে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত এই চলচ্চিত্রের মুক্তি নাকি ইচ্ছে করেই পিছিয়ে দেওয়া হয়েছে-আর কারণ, ছবির শেষে থাকবে এক অবিশ্বাস্য চমক। শোনা যাচ্ছে, ‘আলফা’র পোস্ট-ক্রেডিট দৃশ্যে দেখা মিলবে শাহরুখ খানের ‘পাঠান’ ও সালমান খানের ‘টাইগার’-এর।
যদি এই পরিকল্পনা সত্যি হয়, তাহলে যশরাজ ফিল্মসের গোয়েন্দা জগতের (Spy Universe) পরবর্তী অধ্যায়ের ভিত্তি তৈরি হবে এখান থেকেই। বলিউডের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, শাহরুখ খান তার ব্যস্ত শিডিউল থেকে সময় বের করছেন নিজের নতুন ছবি কিং–এর ফাঁকে এই বিশেষ দৃশ্যের শুটিংয়ের জন্য। অন্যদিকে আলোচনা চলছে, আদিত্য চোপড়া নিজেই পরিচালনা করবেন ‘আলফা’র এই পোস্ট-ক্রেডিট অংশ এবং গোয়েন্দা জগতের চূড়ান্ত অধ্যায়।
প্রায় এক দশক পর বড় পর্দায় আদিত্য চোপড়ার প্রত্যাবর্তন যদি সত্যি হয়, তবে এটি বলিউডের সবচেয়ে বড় সিনেমাটিক ক্রসওভার হয়ে উঠতে পারে। যেখানে ‘পাঠান’ ও ‘টাইগার’-এর যুগলবন্দি আবারও ঝড় তুলবে দর্শক হৃদয়ে।
এবি/টিকে