চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সরোয়ার বাবলা হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) নগরের বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি রেকর্ড হয়। বাবলার বাবা আব্দুল কাদের বাদী হয়ে দায়ের করা মামলায় বিদেশে পলাতক সাজ্জাদকে এক নম্বর আসামি করা হয়েছে।
এজাহারে রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান, আলাউদ্দিন, মো. হেলাল ও মো. নিজাম উদ্দিনসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫–১৬ জনকেও আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এক সপ্তাহ আগে সাজ্জাদ ফোন করে সরোয়ারকে হুমকি দিয়েছিল। সে সময় সাজ্জাদ তাকে বলে, ‘তোমার সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে।’ হুমকির কথা সরোয়ার পরিবারকে জানিয়েছিল।
জানা গেছে, গত ৫ নভেম্বর সন্ধ্যায় চালিতাতলী এলাকায় গণসংযোগে যান চট্টগ্রাম–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এসময় অস্ত্রধারীরা সরোয়ারের গলা, থুতনি, পেট, পা, পিঠ ও ঘাড়ে পরপর গুলি চালায়। মোট সাতটি গুলি তার শরীরে লাগে। একই ঘটনায় বুকে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। তার সহযোগী ইরফানুল হক শান্তর মাথা ও গায়ে চারটি গুলি লাগে।
গুলিবিদ্ধদের দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সরোয়ারকে মৃত ঘোষণা করেন। এরশাদ উল্লাহ ও ইরফানুল হক শান্ত চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। মামলার পর র্যাব অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি আলাউদ্দিন ও মাছ হেলালকে গ্রেপ্তার করে।
আইকে/ টিএ