পোশাক নিয়ে বিতর্কে জড়ানোর পর মানসিক এবং সামাজিক চাপে দেশ ছাড়লেন পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব। নিজ দেশ ছেড়ে বর্তমানে দুবাই অবস্থান করছেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম সাম্মা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, ছোট পোশাক পরার কারণে বিতর্কিত সামিয়া হিজাব। কিছু দিন আগে নিজের ছোট পোশাক পরার কারণ সোশ্যাল মিডিয়ায় জানান।
সামিয়া লেখেন,
আমার পোশাক ছোট হচ্ছে তোমাদের ছোট মানসিকতার কারণে।
ভিডিও বার্তায় সামিয়া বলেন,
সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক মন্তব্যের কারণেই পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য হয়েছি। দেশের মানুষ আর সরকারের মানসিকতায় আমার জীবন অসহনীয় হয়ে উঠেছিল।
নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রাজাব বাট–এর অভিজ্ঞতার তুলনাও টানেন তিনি। জানান, রাজাবও একইভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
ছোট পোশাক নিয়ে বিতর্কে জড়ানোর আগে সাবেক বাগদত্তা হাসান জাহিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন এ টিকটকার। এরপর থেকেই নিজ দেশে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
বর্তমানে পাকিস্তান ছেড়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও শেয়ার করছেন সামিয়া হিজাব।
আরপি/ টিকে