নিজের দর্শন ও জীবনের দর্শন তুলে ধরলেন অভিনেত্রী শ্রুতি দাস। তিনি বলেন, “অনেকে বলে, ছেঁড়া কাঁথায় শুয়ে কেন লাখ টাকার স্বপ্ন দেখছিস? কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়েই তো লাখ টাকার স্বপ্ন দেখব। লাখ টাকার গদিতে শুয়ে কেন লাখ টাকার স্বপ্ন দেখতে যাব?”
শ্রুতির এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে বাস্তবতার সঙ্গে স্বপ্ন দেখার অসীম সম্ভাবনা। তার মতে, আর্থিক বা সামাজিক অবস্থান কোনও বাঁধা নয়; স্বপ্ন দেখার স্বাধীনতা সকলের সমান। ছোটবেলা বা সীমিত পরিবেশে থেকেও বড় স্বপ্ন দেখার মানসিকতা একজন মানুষকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।
অভিনেত্রীর বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনুরাগীরা প্রশংসা করছেন তার অনুপ্রেরণামূলক মনোভাব ও সাহসী দৃষ্টিভঙ্গির জন্য।
আরপি/টিকে