২০২৪ সালের ফেব্রুয়াতিতে ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে মাইলসের সদস্য শাফিন আহমেদের সঙ্গে ছবি তোলেন অনুপম। সেই ছবি গতকালই পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে জুড়ে দেন এভাবে, ‘শাফিন ভাই রকস! আমার অন্যতম প্রিয় ব্যান্ড মাইলস।’
মাইলসের প্রতি ভীষণ মুগ্ধতা রয়েছে অনুপম রায়ের। ২০২৩ সালের জুলাইয়ে ঢাকার শেরাটনের এক সংবাদ সম্মেলনে অনুপম জানিয়েছিলেন তার সংগীতে আসার পেছনে মাইলসের ভূমিকা রয়েছে। মানে মাইলস দ্বারা তিনি রীতিমতো সংগীতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
অনুপম রায়কে অবশ্য মাইলসের বিভিন্ন গান নানা সময়েই গাইতে শোনা যায়। ঢাকার একটি টেলিভিশনের লাইভেও মাইলস ব্যান্ডের ‘নীলা’ গানটি গেয়েছিলেন। তবে এবার জানা গেল, অনুপম রায়ই নন অনুপমের বাবাও মাইলসের ভীষণ ভক্ত। অর্থাৎ বলাই চলে বাবা থেকেই মাইলসের প্রতি এই ভালোলাগা, ভালোবাসা প্রবাহিত হয়েছে।
আর অনুপমের চিকিৎসক বাবা কিশোর রায় যে মাইলসের ভীষণ ভক্ত সেটা তাঁর ফেসবুকেই প্রমাণ দিলেন। একটি ভিডিও প্রকাশ করেছেন কিশোর রায়, যেখানে তাকে দেখা যাচ্ছে মাইলসের অন্যতম জনপ্রিয় এই গানের সুর বাজাচ্ছেন ম্যান্ডোলিন দিয়ে।
এরপরে আরো বিস্মিত করলেন, কেননা এরপর মাউথ অর্গান দিয়ে বাকি গানের সুর তুলে ফেললেন। ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘নস্টালজিয়া’ শব্দটি। অর্থাৎ তার যৌবনের অন্যতম প্রিয় গান যে এটি তা বলার অপেক্ষা রাখে না। কিশোর রায়ের এই প্রতিভায় মুগ্ধ তাঁর ছেলে। তিনিও শেয়ার দিয়েছেন ভিডিওটি।
নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন কমেন্ট বক্সে। প্রত্যাশা অ্যালবামের ‘নীলা’ গানটি মাইলসে গেয়েছিলেন হামিন আহমেদ। এর সুর ও সংগীতও করেছিলেন তিনি। মাহমুদ খুরশিদের সঙ্গে যৌথভাবে গানটি লিখেছিলেনও হামিন।
আইকে/টিএ