সংগীতশিল্পী জুবিন গার্গকে হারিয়ে শোকস্তব্ধ তার ভক্তরা। তার আকস্মিক মৃত্যু যেন এক শূন্যতা তৈরি করেছে ভক্তদের মাঝে। এদিকে একাকীত্ব আর নীরবতায় দিন কাটছে তার বৃদ্ধ বাবা ও স্ত্রীর। সম্প্রতি জুবিনের পরিবারের সঙ্গে দেখা করে এসে সেই মর্মান্তিক চিত্র তুলে ধরেছেন গায়িকা জোজো মুখার্জি।
ভারতীয় গণমাধ্যমকে জোজো জানিয়েছেন, বন্ধুর মৃত্যুর পর শোকের কারণে তিনি তৎক্ষণাৎ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যেতে পারেননি। সম্প্রতি উত্তরবঙ্গে শাশুড়িকে শ্রদ্ধা জানানোর পর তিনি উড়াল দেন আসামে। সেখানেই দেখা করেন প্রয়াত বন্ধুর অসুস্থ বাবা এবং স্ত্রী গরিমার সঙ্গে।
জোজো বলেন, ‘অসুস্থই ছিলেন জুবিনের বাবা। এখন আরও অসুস্থ হয়ে পড়েছেন। ছেলের শোকে মানসিক, শারীরিক সব দিক থেকেই তিনি বিপর্যস্ত। মনে হলো, কথা বলার শক্তিটুকুও বুঝি হারিয়েছেন। স্থবির হয়ে গিয়েছেন যেন।’
অন্যদিকে, জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ শইকীয়ার দিনও কাটছে অসুস্থতায়। স্বামীর মৃত্যুর শোক, আর সম্ভবত শারীরিক ধকল মিলিয়ে তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার সঙ্গেও বেশি কথা বলার সুযোগ পাননি জোজো। তবে প্রিয় বন্ধুর এমন অকালমৃত্যু নিয়ে তার স্ত্রী গরিমার কাছে তীব্র অনুযোগ জানিয়েছেন জোজো। তার কথায়, ‘গরিমা সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকলে এমনটা হয়তো হতো না।’