আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিজের শততম টেস্টের মাইলফলক পূর্ণ করার অপেক্ষায় থাকা মুশফিকুর রহিমের জন্য এই সিরিজটি বিশেষ। এর আগে মিস্টার ডিফেন্ডেবল উইকেটের পেছনে একটি রেকর্ড হাতছাড়া করেছেন। আইরিশদের বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম দিন দুটি স্টাম্পিং করেছেন লিটন দাস। যা টেস্টে বাংলাদেশি উইকেটরক্ষকের সর্বোচ্চ ১৭তম স্টাম্পিংয়ের রেকর্ড।
এতদিন পর্যন্ত টেস্টে সর্বোচ্চ ১৫ স্টাম্পিংয়ের রেকর্ডটি ভাগাভাগি করছিলেন লিটন ও মুশফিক। আজ (মঙ্গলবার) উইকেটের পেছনে দু’বার স্টাম্প ভেঙে পূর্বসূরীকে ছাড়িয়ে গেলেন লিটন। সারাদিনে যদিও তার আর সরাসরি কোনো উইকেটে অবদান রাখা হয়নি। এর আগে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকের সমান ১৫তম স্টাম্পিং করেছিলেন লিটন। তিন সংস্করণ মিলিয়ে অবশ্য বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ডটা মুশফিকের দখলে। তিনি ১০১টি স্টাম্পিং করেছেন।
সীমিত ওভারের দুটি আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিক। টেস্টের দুয়ার খোলা রাখলেও, লিটন থাকলে ওই অভিজ্ঞ তারকা উইকেটের পেছনে কম দাঁড়ান। ফলে লিটনকে ফের ছাড়িয়ে যাওয়ার সুযোগটা মুশফিকের সামনে কম–ই। তিন ফরম্যাট মিলিয়ে স্টাম্পিংয়ে মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটা (৪৪) খালেদ মাসুদ পাইলটের। লিটন (৩৪) আছেন তিন নম্বরে।
কেবল টেস্টের হিসাবে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক বার্ট ওল্ডফিল্ড সর্বোচ্চ ৫২ বার স্টাম্পিং করেছেন। আর তিন ফরম্যাট মিলিয়ে সবার চেয়ে বেশি স্টাম্পিং (১৯৫) সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামে। এরপর যথাক্রমে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১)। চার নম্বরে অবস্থান মুশফিকের।
এ ছাড়া কেবল টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি ডিসমিসালও (স্টাম্পিং+ক্যাচ) করেছেন লিটন। ৫১ টেস্টে তার ডিসমিসাল ১১৬টি। যেখানে তিনি মুশফিককে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। টেস্টে মুশফিকের মোট ডিসমিসাল ১১৩টি। আর সব সংস্করণ মিলিয়ে এই অভিজ্ঞ তারকা আছেন এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে (৪৭২), এরপর যথাক্রমে পাইলট (২১৩) ও লিটনের (১৯২) অবস্থান।
টিএম/এসএন