খ্যাতির চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই পালাক মুছালের জীবনের সবচেয়ে বড় অর্জন!
মোজো ডেস্ক 07:27AM, Nov 13, 2025
বিশ্বকাপজয়ী হবু বৌদির আনন্দের সঙ্গেই গড়ে উঠল এক মানবিক নজির। গায়িকা পালাক মুছাল, যিনি শিগগিরই হতে চলেছেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার ননদ, তৈরি করলেন এক অসাধারণ রেকর্ড। বহু বছর ধরে সমাজসেবায় যুক্ত এই জনপ্রিয় কণ্ঠশিল্পী এবার নাম তুললেন গিনেস বিশ্বরেকর্ডে।
পালাক মুছালকে চেনে সঙ্গীতপ্রেমী মহল তাঁর মধুর কণ্ঠের জন্য। তবে সুরের বাইরে তাঁর আরেকটি পরিচয়—অগণিত শিশুর জীবনরক্ষাকারী দেবদূত। গত দশ বছরে প্রায় ৩৮০০ জন দুঃস্থ শিশুর হৃদ্রোগের চিকিৎসার ব্যয়ভার নিজের উদ্যোগে বহন করেছেন তিনি। চিকিৎসা শেষে যেসব শিশু সুস্থ হয়ে ঘরে ফেরে, তাদের কাছ থেকে স্মৃতি হিসেবে একটি করে পুতুল সংগ্রহ করেন পলক। তাঁর নিজের কথায়, “আমার ঘরভর্তি পুতুল, ওরাই আমার হৃদয়ের অংশ।”
শুধু শিশুচিকিৎসা নয়, দেশের নানা সমাজসেবামূলক উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন গায়িকা। আগামী ২০ নভেম্বর ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানার বিয়ে। ঠিক তার আগেই এই অনন্য সাফল্যে উজ্জ্বল হলেন পলক।
বলিউডে ‘আশিকি ২’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো চলচ্চিত্রে তাঁর গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করেছে বহুবার। কিন্তু খ্যাতির চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন।
গান, খ্যাতি আর মানবিকতার এই মেলবন্ধনই আজ পলক মুচ্ছলকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায় যেখানে শিল্পী শুধু গায়িকা নন, হয়ে উঠেছেন সমাজের প্রেরণার মুখ।