বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন কম ছড়ায়নি অতীতে। এবার সেই গুঞ্জনে ঘৃতাহুতি দিল সালমানের ‘দাবাং ট্যুর থেকে সোনাক্ষীর বাদ পড়ার ঘটনা। সোনাক্ষীর জায়গায় এসেছেন তামান্না ভাটিয়া। এরপর থেকেই অভিনেত্রীকে নিয়ে তুঙ্গে জল্পনা। অনেকেই বলছেন অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ওই ট্যুর থেকে সরেছেন সোনাক্ষী।
নেটিজেনদের এমনটা মনে করার আরও কারণ হল সাম্প্রতিককালের বেশ কিছু অনুষ্ঠানে বড় আকারের পোশাক পরছেন সোনাক্ষী। শুধু তাই নয়, সম্প্রতি এক পডকাস্ট শোতে এসে বারবার বালিশে হেলান দিয়ে তার বসার ধরণ দেখে নাকি মনে করা হচ্ছে এবার অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যি। যদিও এই নিয়ে সোনাক্ষী বা তার স্বামী জাহির মুখ খোলেননি।
সাম্প্রতিককালে রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাক পরে এসে সেই জল্পনা ফের উসকে দিয়েছিলেন শত্রুঘ্নকন্যা। ওড়না দিয়ে নাকি ঘন ঘন স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন অভিনেত্রী!
শুধু তাই নয়, পাপারাজ্জির সামনে স্বামী জাহিরকেও সোনাক্ষীর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা যায়। আর তাতেই ‘দাবাং’ কন্যার মা হওয়ার জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়েছিল।
ওই সময় সোনাক্ষী রসিকতা করেই বলেছিলেন, ‘‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।’
২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। বিয়ের কয়েক মাসের মাথাতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। প্রতিবারই এই গুঞ্জন হাসিমুখে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।
এমআর/টিএ