যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর এবার ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিড়িক

একদিন আগেই ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র। এরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

একই সময়ে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইনস এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে।

কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রক সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায়, মাইকেটিয়া এলাকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় “সম্ভাব্য ঝুঁকি” তৈরি হয়েছে।

ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে, তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে। প্রতিষ্ঠানটি বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, “যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ভেনেজুয়েলার আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।”

স্পেনের আইবেরিয়াও জানিয়েছে, তারা সোমবার থেকে কারাকাস রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে। তবে শনিবার কারাকাস থেকে মাদ্রিদের ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ীই ছেড়ে গেছে। আইবেরিয়ার এক মুখপাত্র বলেন, “কখন ফ্লাইট পুনরায় চালু করা হবে, পরিস্থিতি দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

অন্যদিকে কোপা এয়ারলাইন্স ও উইঙ্গো শনিবার মাইকেটিয়া থেকে তাদের নির্ধারিত ফ্লাইট চালু রেখেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের সতর্কবার্তায় জানায়, ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলে “নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক তৎপরতা বেড়েছে”, যা যেকোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, অন্তত আটটি যুদ্ধজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান সেখানে মোতায়েন রয়েছে।

এদিকে রয়টার্সকে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট “অপারেশনের” নতুন পর্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই কর্মকর্তা বলেন, প্রথম ধাপে গোপন অভিযান শুরু হতে পারে, যা মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পরিচালিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, “মাদক যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ করতে এবং এ জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব ধরনের সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।”

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকা অপশনগুলোর মধ্যে মাদুরোকে উৎখাতের প্রচেষ্টাও রয়েছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস Nov 23, 2025
img
রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ নিয়ে আফজাল হোসেনের মুগ্ধতা Nov 23, 2025
img
ভেনেজুয়েলাগামী ফ্লাইট বাতিল করলো ৩ দেশের এয়ারলাইন্স Nov 23, 2025
img
জানুয়ারিতে মুক্তি পাচ্ছে শালিনীর নতুন কসমিক কমেডি 'রাহু কেতু' Nov 23, 2025
img
‘গুস্তাখ ইশক’ মুক্তির আগে নারী অধিকার নিয়ে ফাতিমার বার্তা Nov 23, 2025
img
বন্যায় বির্পযস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চাল, রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ Nov 23, 2025
img
নেটফ্লিক্সের পরবর্তী বিশ্বঝড় হতে পারে ‘স্কুইড গেম: আমেরিকা’ Nov 23, 2025
img
হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা Nov 23, 2025
img
চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ Nov 23, 2025
img
টাইপকাস্ট হতে চান না বলিউডের অভিনেত্রী তৃপ্তি দিমরি Nov 23, 2025
img
পার্লামেন্ট পুনর্বহালের দাবি নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর Nov 23, 2025
img
নেদারল্যান্ডসের এয়ারপোর্টে অজানা ড্রোনের কারণে বিমান চলাচল স্থগিত Nov 23, 2025
img
আমার মুখ নাকি প্রেমে ব্যর্থ একটা মানুষের মতো : ধানুশ Nov 23, 2025
img
শুটিং করতে গিয়ে ফাতিমার খিঁচুনি, উদ্বিগ্ন বিজয় Nov 23, 2025
img
নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও দিতে হবে: দুদক চেয়ারম্যান Nov 23, 2025
img
পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Nov 23, 2025
img
২ দিনে টেস্ট জিতে অস্ট্রেলিয়ার ক্ষতি ২৪ কোটি টাকা! Nov 23, 2025
img
‘চিরদিনই তুমি যে আমার’- এর সেটে ফিরলেন জিতু কমল Nov 23, 2025
img
নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ চিত্রনায়িকা পপির Nov 23, 2025
img
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে তাইজুলের ২৫০ উইকেট Nov 23, 2025