চীন-যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের সামরিক কর্মকর্তারা মিলিটারি মেরিটাইম কনসুলেটিভ এগ্রিমেন্টের আওতায় খোলামেলা ও গঠনমূলক বৈঠক করেছেন।
রোববার (২৩ নভেম্বর) চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীন ডেইলির প্রতিবেদনে বলা হয়, পিপলস লিবারেশন আর্মি নেভির (PLAN) বিবৃতি অনুযায়ী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় দফা ওয়ার্কিং গ্রুপ বৈঠক এবং বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ বর্তমান সামুদ্রিক ও আকাশসীমার নিরাপত্তা পরিস্থিতি, সমুদ্রে ও আকাশে সংঘটিত বিভিন্ন ঘটনার পর্যালোচনা এবং আচরণবিধি সম্পর্কিত বার্ষিক বাস্তবায়ন মূল্যায়ন করেন।
চীন জানিয়েছে, বৈঠকে নৌ চলাচল ও ওভারফ্লাইটের স্বাধীনতার অজুহাতে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকিতে ফেলে এমন কোনো কার্যক্রমকে আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এসএমসিএর ২০২৫ সালের প্রথম ওয়ার্কিং গ্রুপ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এ বছরের এপ্রিলে সাংহাইয়ে।
আরপি/টিএ