ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, কীভাবে দেখবেন

আগামী বছরের জুনে আমেরিকায় পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। তার আগে আজ রাতে ওয়াশিংটনে হবে সেই বিশ্বকাপের ড্র। ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেওয়া দেশগুলোর ভাগ্য নির্ধারণী দিনও বলা যেতে পারে এটিকে। কোন দল কোন গ্রুপে পড়ল, কোন দলের বিশ্বকাপ অভিযান কেমন হতে যাচ্ছে—সবকিছুর আভাস তো আজই পাওয়া যাবে (FIFA World Cup 2026 Final Draw)।

আজ (শুক্রবার) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হবে এই জমকালো ড্র। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১২টায় অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টায়। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন, অর্থাৎ শনিবার (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি প্রকাশ করা হবে। ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ফিফার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফিফার ইউটিউব চ্যানেলে।

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। এরই মধ্যে ৪২ দলের জায়গা নিশ্চিত হয়েছে। বাকি ছয় দল চূড়ান্ত হবে আগামী মার্চে ইউরোপিয়ান প্লে অফ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে। তবে তারা কে কোন গ্রুপে পড়বে, সেটা জানা যাবে আজকের গ্রুপ নির্ধারণী অনুষ্ঠান শেষে।



ড্রয়ে যারা থাকছে

যৌথ আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

৪৮ দলের বিশ্বকাপে এখনও ৬টি স্লগ ফাঁকা রয়ে গেছে। এর মধ্যে চারটি দল আসবে ১৬ দলের উয়েফা প্লে-অফ থেকে। এই প্লে-অফে খেলবে আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইতালি, কসোভো, উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন ও ওয়েলস। বাকি দুটি জায়গার জন্য লড়াই করবে ৬টি দল—বলিভিয়া, কঙ্গো ডিআর, ইরাক, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।

কোন পটে কারা?
পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।



ড্র শুরু হবে পট ১ এর সবগুলো দলকে দিয়ে। তারপর একে একে পট ২, ৩ ও ৪ থেকে গ্রুপ নির্ধারণ হবে।

ড্রয়ের প্রক্রিয়া
আয়োজক হওয়ার সুবাদে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এক নম্বর পটে জায়গা পেয়েছে। তাদের গ্রুপও চূড়ান্ত হয়েছে। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ ও যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে নিশ্চিত। এই পটে বাকি ৯ দল জায়গা পেয়েছে সবশেষ ফিফা র‌্যাংকিং অনুসারে। তারা সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ও এল-এ গ্রুপে থাকবে। বাকি তিনটি পটেও র‌্যাংকিংয়ের ভিত্তিতে দল রাখা হয়েছে। তবে প্লে অফ থেকে সম্ভাব্য ছয় বিজয়ী দলকে রাখা হয়েছে চতুর্থ পটে।

ফিফা গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, শীর্ষ চার র‌্যাংকিংধারী দলকে (স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড) চারটি ভিন্ন পথে রাখা হবে, যাতে করে সেমিফাইনাল ও ফাইনালের আগে তাদের একে অন্যের সঙ্গে দেখা না হয়।

পট ওয়ানের দলের গ্রুপ নির্ধারণ শেষে বাকি পট থেকে দল নিয়ে গ্রুপ সাজানো হবে। তবে একই ফেডারেশন থেকে একটির বেশি দল একই গ্রুপে জায়গা পাবে না। শুধু ব্যতিক্রম উয়েফা। এই মহাদেশ থেকে ১৬টি দল খেলবে। তাই একই গ্রুপে দুটি উয়েফার দল রাখার সুযোগ রয়েছে। তাতে অন্তত চারটি গ্রুপে এই মহাদেশের দুটি দলকে দেখা যাবে।

৪৮ দলের প্রত্যেকের নাম একটি কাগজে ভাঁজ করে বলের মধ্যে রাখা হবে। পটের ক্রম অনুযায়ী ১২টি করে দেশের নাম লুকিয়ে রাখা বল চারটি ভিন্ন পটে রাখা হবে। আরেক পাশে ১২টি গ্রুপের পট, যেখানে দলগুলোর গ্রুপে স্থান নির্ধারণে ১-৪ লেখা কাগজের চারটি করে বল থাকবে। নির্বাচকরা প্রথমে বলগুলো এলোমেলো করে এক নম্বর পট থেকে একে একে বলগুলো তুলবেন এবং পর্যায়ক্রমে গ্রুপের এক নম্বর স্থানে তারা জায়গা পাবে। যেহেতু আয়োজক তিন দেশ আগেই তাদের গ্রুপ জেনে গেছে, বাকি ৯ দলকে যথাক্রমে সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল গ্রুপে।

পট একের গ্রুপ নির্ধারণ শেষ হলে একইভাবে প্রথমে পট ২, তারপর পট ৩ ও ৪ থেকে একবারে একটি করে বল তুলে পর্যায়ক্রমে এ থেকে এল গ্রুপে রাখা হবে। এক নম্বর পটের প্রত্যেক দল প্রতি গ্রুপের শীর্ষ জায়গায় থাকবে। তবে বাকি পটগুলো থেকে নির্বাচিত দলের গ্রুপে স্থান নির্ধারণ হবে দৈবচয়ন ভিত্তিতে।

ড্র অনুষ্ঠানে আলো ছড়াবেন যারা
ফিফা বিশ্বকাপের ড্রতে কি কেবলই পট থেকে বল তুলে কোন গ্রুপে কে, সেটা নির্ধারণ হবে? না, থাকছে ঝলমলে আয়োজন। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে হাজির হবেন বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা। এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক যোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ।



২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। ২০ বছর পর আবারো একই মঞ্চে থাকার রোমাঞ্চ কাজ করছে ৫২ বছর বয়সী সুপারমডেলের মনে, ‘আবারো ফাইনাল ড্র সঞ্চালনা করতে যাচ্ছি, এটা সত্যিই অসাধারণ। ২০ বছর আগে আমার দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো অন্য কিছু পুরো বিশ্বকে একত্রিত করতে পারে না। তিন স্বাগতিক দেশসহ ৪৮ দলকে নিয়ে হতে যাওয়া সেই জাদুকরী মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের।’

দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে। ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন, তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আমরা আশাবাদী ভাই ফিরবেন: ফাতিমা তাসনিম জুমা Dec 18, 2025
img
মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগের মামলার শুনানি বৃহস্পতিবার Dec 17, 2025
img
২০২৬ ফুটবল বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার Dec 17, 2025
img
নিজের বিকৃত ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ শ্রীলীলা Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 17, 2025
img
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস উইং Dec 17, 2025
img
ইমরান খানের সঙ্গে দেখা করতে জানুয়ারিতে পাকিস্তানে ফেরার পরিকল্পনা দুই ছেলের Dec 17, 2025
img
পৃথক স্মরণসভা নিয়ে এবার মুখ খুললেন দেওল ঘনিষ্ঠ মনোজ দেশাই Dec 17, 2025
img
শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ম্যানেজার Dec 17, 2025
img
চব্বিশের ডামি প্রার্থীরা যেন ভোটে অংশ নিতে না পারেন: ইসিকে লিগ্যাল নোটিশ Dec 17, 2025
img
ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব Dec 17, 2025
img
কৃষকের ১১৭টি আমগাছ কেটে নিল দুর্বৃত্তরা Dec 17, 2025
img
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! Dec 17, 2025
img

আইপিএল নিলাম

দল পাওয়া নিয়ে নাটকীয়তা, সুযোগ পেয়ে বললেন ‘নতুন জীবন পেলাম’ Dec 17, 2025
img
প্রাক্তন স্ত্রীর কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন কুমার শানু Dec 17, 2025
img
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত Dec 17, 2025
img
নিজের বিচার সরাসরি সম্প্রচারের দাবি ইনুর Dec 17, 2025
img
আমার গানের গলার ক্রেডিট শাবনূরকেই দিতে চাই : কনকচাঁপা Dec 17, 2025
img
মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান Dec 17, 2025
img
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন পাকিস্তানের প্রধান কোচ Dec 17, 2025