বিগত চব্বিশের নির্বাচনের 'ডামি' প্রার্থীরা যাতে আগামী ছাব্বিশের ভোটে অংশ নিতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ইসি সচিব জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।
নির্বাচন-সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান, বিগত বিতর্কিত নির্বাচনের ডামি প্রার্থীদের আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তারা রাজনৈতিক দলগুলোকে জনগণের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী নির্বাচনে ইইউর প্রায় ২০০ পর্যবেক্ষক আসার বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।
তিনি আরও জানান, সংসদ নির্বাচনের প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে। এছাড়া ভোট পর্যবেক্ষণের জন্য দেশের সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রার্থীদের সমান প্রচার সুযোগ নিশ্চিত করার কথা জানিয়েছে ইসি।
ইউটি/টিএ