কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক নাহিদ রিয়াসাদ আর নেই। গতকাল মধ্যরাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪০ বছর।
রাজধানীর ধানমণ্ডির বাসায় নাহিদ রাত আড়াইটায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নাহিদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।
নাহিদ ব্যক্তিগতভাবে ভ্লগ করতেন। সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন। এ ছাড়া টাইমস অব বাংলাদেশ নামের একটি গণমাধ্যমে কাজ করতেন।
আইকে/টিএ