জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরেরবার আমরা আসব, সবারে হাতে থাকবে খোন্তা-কুড়াল। একটা ইটও আস্তা রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সব হাইকমিশনার উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। মোসাদ্দেক আলী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সমালোচনা করেছেন।
মোসাদ্দেক বলেন, ‘আমরা ভেবেছিলাম উনি (তৌহিদ) ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন কিন্তু তার কাজকর্ম আমাদের হতাশ করেছে। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কোনো চোখ রাঙানো প্রতিবাদ আমরা দেখি নাই, সীমান্তে হত্যা হয় তারও কোনো প্রতিবাদ আমরা দেখি নাই।
যদি এভাবে চালাইতে থাকেন তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে আপনার পদত্যাগ চাইতে বাধ্য হবো।’
আইকে/টিএ