যশোরে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে যশোরে আওয়ামী লীগের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৩ দিনে মোট ৫২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে যশোর জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়েছে।
আটকদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৫২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শহরের ঘোপ এলাকা থেকে যশোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইউসুফ শাহিদকে আটক করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে ইউসুফ ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় তাকে আটক দেখানো হয়েছে। বুধবার গভীর রাতে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকুল হোসাইনকে শহরের রায়পাড়া এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি বেনাপোলের ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আকুল আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল ও তার চার সহযোগীকে আটক করে। তাদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮টি গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলাও হয়। সম্প্রতি এই মামলায় জামিনে বের হন তিনি।

এদিকে, যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী।

অন্যদিকে, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিমকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি শাখারীগাতী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। নিজ এলাকা থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। এছাড়া কোতোয়ালি মডেল থানায় ৩ জন, কেশবপুরে ২ জন, মনিরামপুর ৩ জন, ঝিকরগাছায় ১ জন, বাঘারপাড়ায় ২ জন, ডিবি পুলিশ ৪ জনসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানান, আটকদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত সোমবার রাত থেকে যশোরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

সোমবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৫২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকের পরে এসব নেতাকর্মীদের বিভিন্ন নাশকতা ও পুরনো মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দ্রুত বিচার না হলে এনসিপি কঠোর কর্মসূচিতে যাবে : আকতার হোসেন Dec 19, 2025
img
এবার হান্নান মাসউদকে হত্যার হুমকি Dec 19, 2025
img
সম্পর্কের চেয়ে আয়োজন বড় নয়: শ্রুতি হাসান Dec 19, 2025
img
বজ্রপাতে কেঁপে উঠল দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন 'বুর্জ খলিফা' Dec 19, 2025
img
গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার থানায় সেলফি, দুই পুলিশ ক্লোজড Dec 19, 2025
img
টানা ৯ দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে Dec 19, 2025
img
ট্রাম্পের চাপে বিপাকে ভেনেজুয়েলা, বাণিজ্যসহ সব কার্যক্রমে প্রভাব Dec 19, 2025
img
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে সাড়ে ৪ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার Dec 19, 2025
img
আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে Dec 19, 2025
img
জান দিয়ে হলেও বিপ্লব পরিপূর্ণ করতে হবে : সারজিস আলম Dec 19, 2025
img
প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগকারীরা ওসমান হাদিকে ধারণ করে না: নাহিদ ইসলাম Dec 19, 2025
img
ট্রেনে আলাপ থেকে জীবনের সুরেলা বন্ধন সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের! Dec 19, 2025
img
নাটকীয় ফাইনালে আরব কাপ চ্যাম্পিয়ন মরক্কো Dec 19, 2025
img
হামলার কারণে প্রথম আলো ও ডেইলি স্টারের সব কার্যক্রম বন্ধ Dec 19, 2025
ফেনীতে সিইসি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে নির্বাচন কমিশনের গভীর শোক প্রকাশ Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক Dec 19, 2025
img
বিনোদন অঙ্গনের বর্তমান বাস্তবতায় হতাশ লাবণী Dec 19, 2025
img
শাহবাগ মোড়ে ছাত্র-জনতার ফজরের নামাজ আদায় Dec 19, 2025
img
হাদির মৃত্যুর প্রতিবাদে সকালেও স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ Dec 19, 2025