রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ ২৪ ডিসেম্বর

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী বুধবার (২৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকালে রেদোয়ানুলসহ দুজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। অপরজন হলেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম। তবে ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে আজ পলাতক দুই আসামির পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। আর উপস্থিত দুই আসামির হয়ে লড়েন আইনজীবী হামিদুল মিসবাহ। শুনানিতে প্রত্যেকেই ডিসচার্জের আবেদন করেছেন। পরে অভিযোগ গঠনের ওপর আদেশের জন্য ২৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মঈনুল করিম ও শাইখ মাহদী।

এর আগে, গত ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানির কথা ছিল। কিন্তু বিশেষ কারণে হয়নি। ৬ ডিসেম্বর ফরমাল চার্জের ওপর শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশজুড়ে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এর মধ্যে রামপুরায় নিহত হয়েছেন ২৮ জন। আহত হয়েছেন আরও অনেকে। রামপুরায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া অন্যরাও নেতৃত্ব দিয়েছিলেন এ হত্যাযজ্ঞে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইবুনালে চারজনের বিরুদ্ধে আলাদা ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ Dec 21, 2025
img
নতুন সিনেমার প্রচারে ‘ভিন্টেজ’ সাজে অনন্যা! Dec 21, 2025
img
নয়াদিল্লি থেকে পাঠানো প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ Dec 21, 2025
img
২০২৫- এ ধর্মা প্রোডাকশনসের সাফল্যের বছর, কেশরী চ্যাপ্টার ২ থেকে হোমবাউন্ড! Dec 21, 2025
img
পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় শায়িত শান্তিরক্ষী শামীম Dec 21, 2025
img
‘আমি সুস্থ আছি’ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে পোষ্ট নোরা ফাতেহির Dec 21, 2025
img
বিএনপির সাবেক এমপি শাহ্ শহিদ সারোয়ার কারাগারে Dec 21, 2025
img
ঢাবিতে মুজিব ও বঙ্গমাতা হলের নাম বদলের দাবিতে ভিসি অফিস ঘেরাও Dec 21, 2025
img
ক্লাসিক থেকে ট্র্যাজিক, বলিউড ৩ অভিনেতার ভিন্ন ছাপ! Dec 21, 2025
img
রাবিতে ছয় আওয়ামীপন্থি ডিনের পদত্যাগের দাবিতে রেজিস্ট্রার দপ্তরে তালা Dec 21, 2025
img
৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন Dec 21, 2025
img
মৌলভীবাজারে গ্রেপ্তার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী Dec 21, 2025
img
এ কে খন্দকারের জানাজায় অংশগ্রহণ প্রধান উপদেষ্টার Dec 21, 2025
img
অভিনেত্রী নেহা শর্মার সম্পদ জব্দ করেছে ইডি! Dec 21, 2025
img

মাহফুজ আনাম

তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে Dec 21, 2025
img
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ভারতের মন্তব্য Dec 21, 2025
img

ধর্ম উপদেষ্টা

প্রথম আলো-ডেইলি স্টারে আগুন দেওয়া ব্যক্তিদের কিছু শনাক্ত Dec 21, 2025
img
ভারতের বিপক্ষে ফাইনালে পাকিস্তানি ক্রিকেটারের ১৭২ রান! Dec 21, 2025
img
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ Dec 21, 2025
img
গঙ্গার তীরে ফ্যাশন মঞ্চ মাতালেন বলিউড অভিনেতা ঈশান! Dec 21, 2025