চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বেসরকারি হাসপাতালের প্রাইভেট চেম্বারে শ্লীলতাহানির অভিযোগে ডা. মো. নাসিম উদ্দীন (৪০) নামের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভুক্তভোগী এক নারী বাদী হয়ে বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দীন বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত আছেন। তার রেজিস্ট্রেশন নম্বর এ-৭৪৩৯২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকায় অবস্থিত বোয়ালখালী জেনারেল হাসপাতালের প্রাইভেট চেম্বারে অভিযুক্ত চিকিৎসকের কাছে ভুক্তভোগী নারী তার বৃদ্ধ শ্বশুরকে নিয়ে যান। চিকিৎসক শ্বশুরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চেম্বারের বাইরে যেতে বলেন এবং ওই নারীকে ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে ভেতরে থাকতে বলেন।
এ সময় চিকিৎসক ওষুধ বুঝিয়ে দেওয়ার অজুহাতে অবাঞ্ছিত প্রশ্ন করতে থাকেন এবং একপর্যায়ে নারীর গায়ে হাত বুলিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী নারী বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে তিনি চেম্বার থেকে বেরিয়ে আসেন।
সামাজিক মান-সম্মানের কথা বিবেচনা করে প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে ২২ ডিসেম্বর তার ননদকে ওই চিকিৎসকের কাছে নেওয়ার প্রসঙ্গ উঠলে আমি ঘটনার কথা পরিবারকে জানায়। পরিবারের পরামর্শে পরে থানায় মামলা করি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এসএস/টিএ