সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন। যে কারণে তাকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হচ্ছে না।
বারবার দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি সাকিবের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকায় এখন আর দেশের হয়ে খেলার ইচ্ছে নেই এই অলরাউন্ডারের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আমি কাউকে দেখাতে কিছু করছি না। আমার এখন খুব একটা শখ নেই যে জাতীয় দলে খেলতেই হবে। আমি আমার ক্রিকেটটা পছন্দ করি। বিভিন্ন লিগে ক্রিকেটটাই খেলে যাচ্ছি।’
এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, ‘আমি আসলে এত চিন্তা করি না যে পরে কী আছে। এখন খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায়।’
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আইএল পুরোটা খেলতাম। তারপর যদি বিপিএলে খেলার সুযোগ থাকত, তাহলে খেলতাম।’ ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা অবশ্য সাকিব অনেকবার প্রকাশ করেছেন।
আরআই/টিএ