না ফেরার দেশে পাড়ি জমালেন আতলেটিকো মাদ্রিদকে সবচেয়ে বেশি সময় নেতৃত্ব দেওয়া এনরিক কলার। মৃত্যুকালে স্প্যানিশ এই লেফট উইঙ্গারের বয়স হয়েছিল ৯১ বছর।
স্প্যানিশ লা লিগার ক্লাব আতলেটিকো মাদ্রিদকে দীর্ঘ ১০ বছর নেতৃত্ব দিয়েছেন কলার। ১৯৫৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত এই ক্লাবে ছিলেন তিনি। ক্লাবটির জার্সিতে তিনি ম্যাচ খেলেছেন ৪৭০টি।
তবে জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি কলার। স্পেনের হয়ে মাত্র ১৬টি ম্যাচে মাঠে নামেন তিনি। ১৯৬২ সালের বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন কলার।
তার নেতৃত্বেই প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জেতে আতলেটিকো মাদ্রিদ। ১৯৬২ সালে উয়েফা কাপ উইনার্স কাপের ট্রফি জেতে স্প্যানিশ ক্লাবটি। এছাড়া ১৯৬৫-৬৬ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ জেতে আতলেটিকো।
কলারের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদান জানিয়েছে আতলেটিকো মাদ্রিদ। তার সম্মানে ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রেখেছে আতলেটিকো মাদ্রিদ।
এমআর/টিএ