বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে এসেছে বড় পরিবর্তন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৩০ ডিসেম্বর মারা যাওয়ায় তার সম্মানে সেদিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সূচি পরিবর্তন করে এই দুটি ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে আগামী ৪ জানুয়ারিতে।
এদিকে ২ জানুয়ারির দুটি ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্বের যাত্রা শেষ হওয়ার কথা। নতুন সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বরের ম্যাচগুলো ৪ জানুয়ারি নিয়ে যাওয়াতে সূচিতে আরো বদল আনতে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সূত্রের খবর, চট্টগ্রাম পর্বে আর বিপিএল আয়োজন করতে রাজি নয় বিসিবি। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর অর্ধের সিলেট এবং বাকি অর্ধেক ঢাকায় আয়োজন করার পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। মূলত সূচির বিভিন্ন দিকে সামঞ্জস্য রক্ষার জন্যেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে ভ্রমণে আগ্রহ প্রকাশ করছে না।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। এই দুটি ম্যাচই এখন হবে ৪ জানুয়ারি।
এসএস/এসএন