বলিউডে যে কোনও ছবির নির্ধারিত বাজেট হঠাৎ করে বেড়ে জাওয়া ও বাড়তি খরচ প্রসঙ্গে নানা মন্তব্য উঠে এসেছে। বহু তারকাই এই বিষয়কে বলেছেন ‘খাজনার থেকে বাজনা বেশি।
এখনকার অভিনেতা-অভিনেত্রীরা শুটিং ফ্লোরে এসে এমন কিছু জিনিসের জন্য বায়নাক্কা জোড়েন যে তাতে প্রযোজকের খরচ অনেক বেড়ে যায়। এই নিয়েই এবার মুখ খুললেন এই এই সময়ের অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী কৃতী স্যানন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দু’জনকে প্রশ্ন করা হয় এই বিষয়ে। এপ্রসঙ্গে প্রথমে ভিকি বলেন, “আমার মনে হয় আমরা যেটা শুনছি সেটা আমরা এখনও দেখিনি। তবে একেবারে এই অভিযোগ উড়িয়েও দিছি না। এখনও সেভাবে বিষয়টা আমার চোখে পড়েনি।
আমি এটা নিয়ে শুধু শুনেছি। তবে এটাই বলার যে, সত্যিই যদি এভাবে অনর্থক বাজেট বেড়ে যাওয়ার ফলে কোনও ছবি ও তার প্রযোজক ক্ষতিগ্রস্থ হন তা নিয়ে সত্যিই ভাবা উচিত।’
অন্যদিকে কৃতী বলেন,”কিছু সুবিধা শুটিংফ্লোরে থাকলে অভিনেতা-অভিনেত্রীদের সুবিধা হয়। যেমন ধরুন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি যদি কারও শুটিংয়ের শিডিউল রয়েছে। অথচ তাকে বিকেলে জিম মিস করলে চলবে না। শুটিংয়ের ফাঁকে জিম করার প্রয়োজনেই সেই ব্যবস্থা থাকলে বাইরে যেতে হয় না। ফ্লোরেই সেই সুবিধা পাওয়া যায়। আর এই বিষয়টা সকল প্রযোজক বোঝেন বলেই আমি মনে করি।”
বেশ কিছু মাস আগে এই নিয়ে মুখ খুলেছিলেন কোমল নাহতা। তুলে ধরেছিলেন যে তারকাদের বায়নাক্কায় কীভাবে ব্যহত হয় ছবির শুটিং। শুধু তাই নয়, এই নিয়ে মুখ খুলেছিলেন আমির খানও। আমির বলেছিলেন, “এই সময়ের তারকাদের চাহিদার শেষ নেই। কেন ছবি প্রযোজনা করা ছাড়া আরও কোনও বিষয় একজন প্রযোজক দেখবেন? তা তো দেখা তাঁর কাজ নয়।
এমনকি ছবির অভিনেতার কোনও বাড়তি বিলের খরচ মেটানোর কথাও প্রযোজকের নয়। বলতে দ্বিধা নেই এখনকার তারকারা শুটিং ফ্লোরে এসে অনেক কিছুই দাবি করেন। তাঁদের শুটিং ফ্লোরে লাইভ কিচেন চাই, জিম চাই। আমনকি তাঁদের স্পট বয় থেকে গাড়ির চালকের টাকাও প্রযোজক মেটান।” এবার এহেন অভিযোগ নিয়ে মুখ খুললেন ভিকি ও কৃতী। জানালেন নিজেদের মতামত।
আইকে/টিএ