রাজশাহীর বাঘায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি সবুজ ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে পাবনা জেলার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সবুজ রাজশাহী জেলার বাঘা থানার হরিরামপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ও চুরি মামলার ওয়ারেন্টভুক্ত সবুজ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএস/টিএ