ভক্তদের প্রতি গভীর আবেগ আর কৃতজ্ঞতার বার্তায় ফের সরব হলেন অভিনেতা দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বক্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। জানালেন, তাঁর জীবনের প্রেরণা, লড়াই আর বেঁচে থাকার শক্তি আসে সেই মানুষগুলোর কাছ থেকেই, যারা তাঁকে শুধু একজন অভিনেতা নয়, বিশ্বাস আর ভালোবাসার জায়গায় বসিয়েছেন।
দেব লিখেছেন, তিনি বাঁচেন তাঁদের জন্য, যারা তাঁকে ‘দেব’ বানিয়েছেন। যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেন, উপোস করেন, তাঁর প্রতিটি সাফল্যকে নিজেদের উৎসবের মতো করে উদযাপন করেন। এই বক্তব্যে স্পষ্ট, ভক্তদের ভালোবাসাকে তিনি কেবল জনপ্রিয়তা হিসেবে দেখেন না, বরং সেটাকেই নিজের জীবনের দায়বদ্ধতা বলে মনে করেন।
দীর্ঘ অভিনয়জীবনে দেবের উত্থান-পতনের সাক্ষী থেকেছে দর্শক। কখনো বক্স অফিসের শীর্ষে, কখনো সমালোচনার মুখে দাঁড়িয়ে থেকেও তাঁর পাশে থেকেছেন অনুরাগীরা। সেই সম্পর্ক যে নিছক তারকা ও দর্শকের নয়, বরং আবেগ, বিশ্বাস আর আত্মিক যোগের এ কথা আবারও মনে করিয়ে দিলেন এই অভিনেতা।
সাম্প্রতিক সময়ে কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা চললেও, দেবের এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকের চোখে এটি শুধু একটি পোস্ট নয়, বরং ভক্তদের উদ্দেশে দেওয়া এক ধরনের অঙ্গীকার। দেব যেন বোঝাতে চাইলেন, তাঁর সাফল্যের গল্প একার নয়; সেই গল্পের প্রতিটি পাতায় জড়িয়ে আছেন তাঁর অনুরাগীরাই।
এই আবেগী বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসা আর সমর্থনের ঢল নেমেছে। অনেকেই মনে করছেন, এই দায়বদ্ধতাই দেবকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং বারবার নতুন করে দর্শকের কাছে ফিরিয়ে আনে।
আরপি/এসএন