সময়ের স্রোতে বদলে যাওয়া সম্পর্কের সংজ্ঞা নিয়ে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। সামাজিক বাস্তবতা ও বর্তমান প্রজন্মের জীবনধারা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, লিভ ইন সম্পর্ককে তিনি মোটেও ইতিবাচক চোখে দেখেন না। তাঁর মতে, সম্পর্ক মানেই দায়বদ্ধতা, আর সেই দায়বদ্ধতার নামই কমিটমেন্ট।
মিঠুন চক্রবর্তী বলেন, কমিটমেন্টের মধ্যেও ভুল হতে পারে, সম্পর্কের ভাঙন আসতে পারে। কিন্তু তার পরও কমিটমেন্টের মূল্য অস্বীকার করা যায় না। কারণ সেখানে দায়িত্ব, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার জায়গা থাকে। বর্তমান সময়ে যে ধরনের সম্পর্কের চল দেখা যাচ্ছে, সেটিকে তিনি অত্যন্ত বাড়াবাড়ি বলেই মনে করেন।
দীর্ঘ জীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, সম্পর্ক কেবল ব্যক্তিগত অনুভূতির বিষয় নয়, এটি সমাজের কাঠামোর সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাঁর বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের স্বাধীনতার নামে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা সমাজকে দুর্বল করে দিচ্ছে।
বরাবরই স্পষ্টভাষী মিঠুন চক্রবর্তী এই মন্তব্যের মাধ্যমে আবারও দেখালেন, তিনি সময়ের স্রোতে গা ভাসালেও নিজের মূল্যবোধে আপস করেন না। তাঁর এই বক্তব্য ইতিমধ্যে বিনোদন জগতে ও সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি করেছে। অনেকেই একে প্রজন্মগত চিন্তার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এই কথার মধ্যেই লুকিয়ে আছে অভিজ্ঞতার ভার।
আরপি/এসএন