হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন, যিনি তাঁর অভিনয় দক্ষতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গির জন্যও পরিচিত, তিনি এবার বডি শেমিং এবং আত্মবিশ্বাসের অভাব নিয়ে এক হৃদয়স্পর্শী বার্তা দিলেন। বাহ্যিক রূপ নিয়ে একে অন্যকে বিচার করার যে অসুস্থ প্রতিযোগিতা সমাজে চলছে, তার বিরুদ্ধেই তিনি কথা বললেন।
এমা স্টোন বলেন, "আমার একটাই চাওয়া, সবাই যেন পরস্পরের প্রতি আরেকটু আন্তরিক হয়। নিজেকে ছোট মনে করবেন না। 'বেশি মোটা, বেশি চিকন, বেশি খাটো, বেশি লম্বা' এসব বলে অন্যকেও ছোট করবেন না। আমরা কেউই নিখুঁত নই। আর এটিই জীবনের সৌন্দর্য।"
তিনি মনে করিয়ে দিলেন, মানুষের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা বা কাউকে ছোট করা কোনো বাহাদুরির কাজ নয়। বরং আমাদের খুঁতগুলোই আমাদের অনন্য করে তোলে। নিজেকে ভালোবাসা এবং অন্যের প্রতি সহনশীল হওয়ার এই বার্তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সৌন্দর্যের সংজ্ঞাকে তিনি নিখুঁত হওয়ার মধ্যে নয়, বরং মানবিকতা ও আন্তরিকতার মাঝেই খুঁজে নিলেন।