শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি আক্রমণে শক্তি বাড়িয়েছে। বোর্নমাউথ থেকে দলে নিয়ে এসেছে ছন্দে থাকা অ্যান্টোয়ান সেমেনিওকে।
ঘানার ২৬ বছর উইঙ্গারের সঙ্গে সিটির চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত।
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে রক্ষণের কঠিন পরীক্ষা নিচ্ছেন সেমেনিও। এখন পর্যন্ত করেছেন ১০ গোল, সঙ্গে অবদান রেখেছেন তিন গোলে। গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রতিযোগী ক্লাবগুলোকে পেছনে ফেলতে সেমেনিওর রিলিজ ক্লজ ৬ কোটি ৫০ লাখ পাউন্ড পরিশোধ করেছে সিটি।
দুই প্রান্তের উইং দিয়ে খেলতে পারেন সেমেনিও। তাকে পেয়ে আক্রমণে আরও শক্তি বাড়বে সিটির। ২১ ম্যাচ শেষে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে গুয়ার্দিওলার দল।
এক বিবৃতিতে সিটিতে যোগ দেওয়ার কারণ জানালেন সেমেনিও। “পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে সিটিকে আমি এক দশক ধরে দেখছি। তারা প্রিমিয়ার লিগের প্রভাবশালী দল এবং চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও লিগ কাপে অনেক কিছু অর্জন করেছে।”
“তারা সর্বোচ্চ মানদণ্ড ঠিক করে দিয়েছে এবং এটা বিশ্বমানের খেলোয়াড়দের ক্লাব। বিশ্বমানের ফ্যাসিলিটিজ এবং পেপের মতো সেরা কোচ আছে এখানে। আমার অনেক উন্নতির সুযোগ আছে। তাই এই ক্লাবে, ক্যারিয়ারের এই পর্যায়ে থাকা আমার জন্য যথাযথ। আমি নিশ্চিত, আমার সেরা ফুটবল এখনও আসতে বাকি।”
২০২৩ সালে বোর্নমাউথে যোগ দেন সেমেনিও। এর আগে চ্যাম্পিয়নশিপের দল ব্রিস্টল সিটির হয়ে তিনি করেন ২১ গোল। চলতি মৌসুম দারুণ কাটছে ঘানার এই ফুটবলারের।
লিভারপুলের বিপক্ষে জোড়া গোল দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেন সেমেনিও। বোর্নমাউথের হয়ে শেষ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে যোগ করা সময়ের গোলে দলকে এনে দেন ৩-২ ব্যবধানের জয়।
সিটিতে আগে থেকেই আছেন চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ড (২০ গোল), ফিল ফোডেন, হায়ান শের্কি ও জেরেমি ডোকু। তাদের সঙ্গে যুক্ত হলেন সেমেনিও।
আগামী শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে খেলবে সিটি।
এবি/টিকে