জাতীয় পার্টির চেয়ারমান জিএম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা।
সোমবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূর্য গণমাধ্যমকে জানিয়েছে যে, রোববার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মিটিং হলে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
ওইসময় জিএম কাদেরের সাথে ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।
অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস ছাড়াও উপস্থিত ছিলেন ইন্তা লায়েস, ডেপুটি চিফ অবজারভার এবং মার্সল ন্যাগি, পলিটিক্যাল অ্যানালিস্ট।
এমআই/টিএ