আয়েশা তাব্বাসুম, অভিনয় করছেন ছোট পর্দায়। তবে সম্প্রতি আলোচনায় এলেন বিএনপির একটি নির্বাচনী বিজ্ঞাপনের মাধ্যমে। যেখানে একজন রিকশাচালকের মেয়ে তিনি। যার কোনো রেফারেন্স নেই কিন্তু চাকরি হয়ে যায় টাকা ছাড়া-তার পরই কথা বলছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান; আগামীর বাংলাদেশের কর্মসংস্থান কিভাবে হবে সেটা নিয়ে।
এই বিজ্ঞাপন নিয়ে আয়েশার ভাষ্য, ‘আমরা তরুণ, আগামীর বাংলাদেশকে আমরা যেভাবে দেখি ঠিক এই বিজ্ঞাপনে আমার অভিনয়টাই ছিল সেটাই। আগামীর বাংলাদেশে ঘুষ দিতে হবে না, চাকরি হবে মেধার ভিত্তিতে। আমি এমন একজন চাকরিপ্রার্থীর চরিত্রে অভিনয় করেছি। খুবই চমৎকার একটি কাজ।
’
সামাজিক মাধ্যমে অবশ্য এই বিজ্ঞাপন নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। অনেকেই এই ধারণাকে পছন্দও করেছেন। সামাজিক মাধ্যমে এই বিজ্ঞাপনের যেমন প্রশংসা হচ্ছে তেমনই আয়েশাকে বাহবা দিচ্ছেন তারা।
আয়েশা এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
করেছেন বিজ্ঞাপন। এখন নাটকে নিয়মিত করছেন অভিনয়। মাত্র দুই বছরের ক্যারিয়ার। এরইমধ্যে অভিনয় করেছেন পাঁচটি নাটকে ও একটি দীর্ঘ ধারাবাহিকে। তবে নাটক মুক্তি পেয়েছে একটি।
পার্থ শেখের সঙ্গে অভিনয় করা নাটকের নাম ‘ভালোবাসার প্রত্যাবর্তন।’ রাকেশ বসুর রচনায় এটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল হারুন।
আয়েশার পরিবার থাকেন যশোর। মা-বাবা চান না অভিনয় করুক তাদের মেয়ে। কিন্তুর পছন্দের জায়গা অভিনয়। আয়েশার ভাষ্য, ‘বাবা-মা মনে করেন মিডিয়াটা ভালো জায়গা নয়। কিন্তু আমার এটা আগ্রহের জায়গা, আমার পছন্দের জায়গা। আমি ভালো কাজের চেষ্টা করি। সেটা করে পরিবারকে বোঝানোর চেষ্টা করি যে- এই তো ভালো একটা কাজ করলাম। আমার মনে হয় একসময় আমি বোঝাতে সক্ষম হবো আমি মিডিয়াতে এসেছি ভালো কাজ করার জন্য।’
আয়েশার চলচ্চিত্রেও কাজ করতে চান জানিয়ে বললেন, ‘আমি আসলে সবক্ষেত্রে অভিনয়টা করতে চাই, যেখানে অভিনয়ের সুযোগ রয়েছে। যেমন রোমান্টিক করতে চাই, তেমনই চাই সিরিয়াস অভিনয়েও। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রয়েছে চলচ্চিত্রে অভিনয় করার। এছাড়াও ভালো ভালো ওয়েব সিরিজেও কাজ করবো সুযোগ পেলে।’
আয়েশার পড়াশোনা এখনো শেষ হয়নি। পড়ছেন ইউনিভার্সিটি অফ লন্ডনে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও সমানভাবে চালিয়ে যাচ্ছেন তিনি। জন্মশহর যশোর হলেও এখন থাকেন রাজধানীর মিরপুরে।
এমকে/টিএ