চট্টগ্রাম-১৪ আসনে

জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেতার প্রার্থিতা বাতিলের দাবি

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম’। এ সময় নেতারা জসিম উদ্দিনের বিরুদ্ধে ৪টি দাবি তুলে ধরেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
 
নেতারা বলেন, ‘জসীম উদ্দিন আহমেদ বর্তমানে মোট ১১টি মামলার আসামি, যার মধ্যে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত ৩টি মামলা সরাসরি বিচারাধীন রয়েছে। গুরুতর ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও তার প্রকাশ্য নির্বাচনী তৎপরতা নির্বাচন কমিশনের আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের নীতিমালার পরিপন্থী।’
 
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ বলেন, ‘অভিযুক্ত প্রার্থী নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার ব্যবহার, বিভ্রান্তিকর পরিচয় প্রচার ও অননুমোদিত কর্মসূচির মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।’
 
নেতারা অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি তার পক্ষে আয়োজিত ‘বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা’ ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
 
এ সময় তারা চার দফা দাবি জানান: ১. অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত; ২. আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ৩. গুরুতর মামলার প্রেক্ষিতে তাঁর প্রার্থিতা বাতিল এবং ৪. চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ, অ্যান্টি ফ্যাসিস্ট স্কোয়াডের মুখ্য সংগঠক সরোয়ার কামাল রুবেল, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, সংগঠক এহেসানুল হক লাবিব, জায়নুল আবেদীন কায়সার, চট্টগ্রাম দক্ষিণ জেলার জুলাই যোদ্ধা ও সংগঠক হাসনাত আবদুল্লাহ, দ্য রেড জুলাই চন্দনাইশ উপজেলার মুখ্য সংগঠক সাজ্জাদ হোসাইন রাহাত, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠক মো. সাইফুল ইসলাম রাব্বি, চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব মো. মঈনুদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. হাসিবুল হাছান সাওয়াল ও চট্টগ্রাম মহানগরের সংগঠক সালমান শামীম।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বলিউডের 'নোংরা খেলা' নিয়ে কী বললেন তাপসী পান্নু? Jan 14, 2026
img
খামেনি প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার আহ্বান নোবেলজয়ী শিরিনের Jan 14, 2026
img
বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ৩ দেশের জয় Jan 14, 2026
img
গ্যাস নিয়ে বড় 'দুঃসংবাদ' Jan 14, 2026
img
‘মরার প্রস্তুতি নিয়ে ভোটকেন্দ্রে যাবেন’: প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিসি Jan 14, 2026
img
ইরানি বিক্ষোভকারীদের ট্রাম্পের আশ্বাস : শিগগিরই আসছে সাহায্য Jan 14, 2026
img
আজ ঢাকায় অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের Jan 14, 2026
img
‘চূড়ান্ত আসন সমঝোতা’, ১১ দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা আজ Jan 14, 2026
img
ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব: সর্বকালের সর্বোচ্চ দামে স্বর্ণ Jan 14, 2026
img
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে জমিয়তের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে শোকজ Jan 14, 2026
img
‘আগে অন্তত বিয়েটা হতে দিন’ জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে অভিনেত্রীর প্রতিক্রিয়া Jan 14, 2026
img
তারেক রহমানের সঙ্গে সানজিদা তুলির বৈঠক Jan 14, 2026
img
গ্যাস সমস্যা সমাধানে যা করা সম্ভব করছি: জ্বালানি উপদেষ্টা Jan 14, 2026
img
চট্টগ্রামের সব ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে: ডিসি Jan 14, 2026
img
সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ Jan 14, 2026
img

মাহফুজ আলম

শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি Jan 14, 2026
img
শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আ.লীগ নেতার বক্তব্য Jan 14, 2026
img
কেরিয়ারে দুঃসময়, পেটের দায়ে ধনশ্রীর সঙ্গে রিয়েলিটি শো’তে চাহাল! Jan 14, 2026
img
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ Jan 14, 2026
img

চট্টগ্রাম-১৪ আসনে

জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকায় বিএনপি নেতার প্রার্থিতা বাতিলের দাবি Jan 14, 2026