সোনা আমদানির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে আলোচনা চলবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সোনা আমদানির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবো। যদি কোনো ব্যবসায়ী সোনা বা কাঁচামাল আমদানি করে তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করেন, তবে তিনি শুল্ক ফেরতের সুবিধা পাবেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন এনববিআর চেয়ারম্যান।

এদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খান বলেন, সোনা আমদানিতে উচ্চ শুল্কহার থাকায় দুবাই ও সিঙ্গাপুরের চেয়ে প্রতি ভরিতে দামে ব্যবধান তৈরি হচ্ছে। এ কারণে ক্রেতারা দেশ থেকে সোনা না কিনে বিদেশমুুখী হচ্ছেন।

এর জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, আগামী বাজেটে সোনা খাতের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। স্বর্ণনীতি নিয়ে এনবিআরের তিনজন প্রথম সচিব সংশ্লিষ্টদের সঙ্গে বসবে। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, সোনা আমদানির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করবো। যদি কোনো ব্যবসায়ী সোনা বা কাঁচামাল আমদানি করে তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করেন, তবে তিনি শুল্ক ফেরতের সুবিধা পাবেন। যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি মৌলিক নিয়ম।

এনবিআর চেয়ারম্যানকে বাজুস সভাপতি বলেন, দেশে হাতে তৈরি এবং হালকা অলংকার তৈরি হয়। অথচ সঠিক নীতির অভাবে আমরা তা রপ্তানি করতে পারছি না। একসময় তাঁতীবাজার ও শাঁখারীবাজারে কয়েক লাখ স্বর্ণশিল্পী ছিলেন। যা এখন কমে মাত্র ৫ থেকে ১০ হাজারে দাঁড়িয়েছে। উদ্যোগ না নিলে এই শিল্প মসলিন শাড়ির মতো জাদুঘরে চলে যাবে।

বাজুস সহ-সভাপতি মো. ইকবাল হোসেন চৌধুরী এ সময় বলেন, স্বর্ণ নীতিমালা খুবই জরুরি। ২০১৮ সালের পর ২০২১ সালে তা সংশোধিত হয়েছে। ব্যবসায়ীদের বৈধ ও পরিচ্ছন্নভাবে ব্যবসা করার সুযোগ দিতে নীতিমালা সংশোধন প্রয়োজন। বর্তমানে বিভিন্ন নীতির কারণে ব্যবসায়ীরা স্বচ্ছভাবে কাজ করতে গিয়ে সংকটে পড়ছেন। এছাড়া বিগত সরকারের আমলে ১৮টি ডিলারশিপ লাইসেন্স দেওয়া হলেও বেশিরভাগই এখন অকার্যকর, আমদানি প্রায় হচ্ছে না বললেই চলে।

অনুষ্ঠানে বাজুসের পক্ষ থেকে দেশের সোনার বাজার সহনীয় রাখতে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। সেগুলোর মধ্যে রয়েছে-আঞ্চলিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জুয়েলারি বিক্রয়ে ভ্যাট হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ, সোনা আমদানির অনুমোদন ও খালাস সর্বোচ্চ ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে শেষ করার ব্যবস্থা নেওয়া, নিষ্ক্রিয় লাইসেন্সধারীদের বাদ দিয়ে আমদানিকারকের পরিধি বাড়ানো, রপ্তানি প্রণোদনা হিসেবে শুল্ক ফেরতের সুবিধা দেওয়া ও সোনা শিল্পে উৎস কর সম্পূর্ণ প্রত্যাহার করা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সরকারি প্রকল্পের গাছ কাটতেও নিতে হবে অনুমতি: হাইকোর্ট Jan 15, 2026
img
সহ-অভিনেতা থেকে র‍্যাপার, সানার প্রেমের জল্পনা! Jan 15, 2026
img

শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তিতে লেনদেন নয় Jan 15, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার সারাদেশে বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ Jan 15, 2026
img
সমঝোতায় লিখিত নীতিমালা ও কিছু ‘ওপেন আসন’ রাখার প্রস্তাব এবি পার্টির Jan 15, 2026
img
শামীম ওসমানের বিরুদ্ধে দুদকের মামলা Jan 15, 2026
img
চট্টগ্রাম-৭ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির নেতা হুম্মাম কাদের Jan 15, 2026
img
বিএনপির ৪ শাখার কমিটি স্থগিত Jan 15, 2026
img
হবিগঞ্জের পইল গ্রামে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু Jan 15, 2026
img
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক Jan 15, 2026
img
১২ বছর পরে আবার একসঙ্গে দেব-অনিরুদ্ধ জুটি! Jan 15, 2026
img
বিসিবির অর্থ কমিটির দায়িত্ব নিলেন বুলবুল Jan 15, 2026
img
পরীমণিকে প্রশ্ন করতে চাই- তুমি আমাদের মুক্তি দেবে কবে: আসিফ আকবর Jan 15, 2026
img
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jan 15, 2026
img
বাংলাদেশ-নেপাল ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা Jan 15, 2026
img
ভিডিও কলে হৃতিকের সঙ্গে ব্যস্ত সুজান, ফোন কেড়ে নিলেন প্রেমিক আর্সালান! Jan 15, 2026
img
জনপ্রতিনিধি সঠিক কাজ না করলে ‘ম্যান্ডেট রিভিউ’ সিস্টেম থাকা উচিত Jan 15, 2026
img
ইরান-ভারত পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ Jan 15, 2026
img
সায়েন্সল্যাব-টেকনিক্যাল মোড় ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচির ঘোষণা Jan 15, 2026
img
ইসিতে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দল Jan 15, 2026