সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তার আগুনে বোলিংয়ে কুপোকাত হয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা। আর স্টার্কের পারফরমেন্স তাকে করেছে ডিসেম্বর মাসের সেরা। ২০২৫ সালের ডিসেম্বরের আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
ঠিক দুই বছর পর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স।
মাসসেরা পুরস্কারের দৌড়ে স্টার্ক পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস ও নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে। গ্রিভস ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, আর ডাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেন ২৫ উইকেট।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয়ে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেন স্টার্ক। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যাবধানে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে ৩১ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জেতেন স্টার্ক।
এদিকে মাসসেরার পুরস্কার পেয়ে স্টার্ক বলেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়া সম্মানের। বিশেষ করে ঘরের মাঠে এমন একটি সফল অ্যাশেজ সিরিজের পর এই স্বীকৃতি পাওয়া আরও আনন্দের। নিজ দেশের দর্শকদের সামনে এমন ঐতিহ্যবাহী সিরিজ জয়ে ভূমিকা রাখতে পারা গর্বের।’
এমআর/টিএ