জোট ছাড়ার কারণ ব্যাখ্যা করল ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা জোট নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপোড়েন। সবকিছু সামলে আসন বণ্টন করে সবাই মিলেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল শরিকদের। তবে বিভিন্ন ইস্যুতে শেষ পর্যন্ত আর ঐকমত্য হয়নি। যার জেরে একটি দলকে বিশেষভাবে অভিযুক্ত করে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জোট ত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।’

জোটে না যাওয়ার কারণ হিসেবে তিনি অভিযোগ জানিয়ে বলেন, ‘ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন নির্বাচনে ইসলামপন্থিদের ওয়ানবক্স পলিসি নির্মাণ করেছিলেন পীর সাহেব চরমোনাই। তার এই ডাকে অনেকে সুর মিলিয়ে কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম, এক পর্যায়ে এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামপন্থি শক্তির ওয়ানবক্স পলিসির ধারাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা মর্মাহত।’

গাজী আতাউর রহমান বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন যে, গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসন বণ্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা, ৫ আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থি শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা-সাধনা করেছিলাম। আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম, আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন, সেই খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি, জামায়াতের আমির শরিয়া প্রতিষ্ঠা, শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। এই ওয়াদা তিনি করেছেন। এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ, আজ যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে… তাহলে আমরা যে কর্মী-সমর্থক সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তাই আমরা আমাদের আমাদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারব না। নেতাকর্মী ও জনগণের সঙ্গে প্রতারণা করতে পারব না।’

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রাতে বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা Jan 16, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক Jan 16, 2026
img
পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা Jan 16, 2026
img
পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার Jan 16, 2026
img
শনিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে পরিচালক নাজমুলকে: মিঠু Jan 16, 2026
img
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার Jan 16, 2026
img
৪ নভোচারীকে তড়িঘড়ি করে পৃথিবীতে ফেরাল নাসা Jan 16, 2026
img
শনিবার আসছে আইসিসির প্রতিনিধি দল, আগের অবস্থানেই অনড় বিসিবি Jan 16, 2026
img
আওয়ামী লীগের মধ্যে অনুতপ্ত হওয়ার লক্ষণ নেই: শফিকুল আলম Jan 16, 2026
img
এক ওভারে সর্বোচ্চ রান, স্মিথের তেড়েফুঁড়ে সেঞ্চুরি, বিগ ব্যাশে নতুন ইতিহাস! Jan 16, 2026
img
ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু Jan 16, 2026
img
জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে মুখ খুলল ইসলামী আন্দোলন Jan 16, 2026
img
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা Jan 16, 2026
img
জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে: মাহফুজ আনাম Jan 16, 2026
img
দেশের অস্তিত্ব রক্ষায় সচেতন সমাজকে নীরবতা ভাঙতে হবে: আবদুস সালাম Jan 16, 2026
img
রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান মায়ানমারের Jan 16, 2026
img
রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন Jan 16, 2026
img
মানুষের অধিকার নিশ্চিতে নতুন দেশ গড়তে চান তারেক রহমান: হাবিবুর রশিদ হাবিব Jan 16, 2026
img
কাগজে-কলমে শুধু নামই হয়, ক্রিকেটটা মাঠে হয়: লিটন দাস Jan 16, 2026
img
সংস্কারের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব Jan 16, 2026