নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে প্রায় দেড় কোটি টাকার মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— ওই এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ, আলাউদ্দিনের ছেলে রিফাত এবং উপজেলার পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর শরিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী।
ওই সময় এক হাজার ৬২১ বোতল ফেনসিডিল ও স্কাব, ১০৮ কেজি গাঁজা এবং সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এবি/টিকে