রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং আরও ১৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন- ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসান। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলো এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে তিনি দোয়া করছেন- আল্লাহ যেন নিহতদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্যও দোয়া করেন তিনি।
বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়ার উদ্দেশে দলের স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
আরআই/টিকে