নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালীতে যাচ্ছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, আগামী ২৪ ও ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম বিভাগ সফরের কর্মসূচি রয়েছে। ওই সফরের অংশ হিসেবে এক দিন তিনি নোয়াখালীতে আসবেন। প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি তার সফরের সম্ভাবনা বেশি।

তিনি জানান, এ উপলক্ষে নোয়াখালী ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক আয়োজন এগিয়ে চলছে। নেতার বক্তব্য শোনার জন্য নোয়াখালীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশের একটি গণমাধ্যমকে বলেন, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। পরদিন হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর। সিলেট থেকে তিনি কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর হয়ে ঢাকায় ফিরবেন। যেহেতু নোয়াখালী বিএনপির ঘাটি তাই লাখো মানুষ তার বক্তব্য শোনার জন্য সমবেত হবে বলে আমরা আশাবাদী।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টফি দেশের একটি গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের নোয়াখালী আগমন নেতাকর্মীদের জন্য একটি ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ঘটনা। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি তৃণমূল পর্যায়ে নতুন গতি ও আত্মবিশ্বাস সৃষ্টি করবে।

জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে ব্যাপক সাড়া পড়েছে। নেতাকর্মীরা ইতোমধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতিতে নেমে পড়েছেন। এই মহাসমাবেশ নোয়াখালীর রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি। জনসভায় সর্বোচ্চ লোকসমাগম নিশ্চিত করার পাশাপাশি আয়োজন সফল করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম দেশের একটি গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ২০০৩ সালের পর এই প্রথম নোয়াখালীতে এত বড় মহাসমাবেশে তিনি বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, এই সফর নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। নেতার আগমন ঘিরে মাঠপর্যায়ে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
রাতে বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা Jan 16, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের গোবিন্দ চন্দ্র প্রামাণিক Jan 16, 2026
img
পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা Jan 16, 2026
img
পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস অর্থ উপদেষ্টার Jan 16, 2026
img
শনিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে পরিচালক নাজমুলকে: মিঠু Jan 16, 2026
img
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি নারী গ্রেপ্তার Jan 16, 2026
img
৪ নভোচারীকে তড়িঘড়ি করে পৃথিবীতে ফেরাল নাসা Jan 16, 2026
img
শনিবার আসছে আইসিসির প্রতিনিধি দল, আগের অবস্থানেই অনড় বিসিবি Jan 16, 2026
img
আওয়ামী লীগের মধ্যে অনুতপ্ত হওয়ার লক্ষণ নেই: শফিকুল আলম Jan 16, 2026
img
এক ওভারে সর্বোচ্চ রান, স্মিথের তেড়েফুঁড়ে সেঞ্চুরি, বিগ ব্যাশে নতুন ইতিহাস! Jan 16, 2026
img
ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু Jan 16, 2026
img
জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে মুখ খুলল ইসলামী আন্দোলন Jan 16, 2026
img
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা Jan 16, 2026
img
জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে: মাহফুজ আনাম Jan 16, 2026
img
দেশের অস্তিত্ব রক্ষায় সচেতন সমাজকে নীরবতা ভাঙতে হবে: আবদুস সালাম Jan 16, 2026
img
রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান মায়ানমারের Jan 16, 2026
img
রাজধানীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে জামায়াতের মানববন্ধন Jan 16, 2026
img
মানুষের অধিকার নিশ্চিতে নতুন দেশ গড়তে চান তারেক রহমান: হাবিবুর রশিদ হাবিব Jan 16, 2026
img
কাগজে-কলমে শুধু নামই হয়, ক্রিকেটটা মাঠে হয়: লিটন দাস Jan 16, 2026
img
সংস্কারের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে : ফয়েজ আহমদ তৈয়্যব Jan 16, 2026