দীর্ঘদিনের টানাপোড়েনের পর চীন ও কানাডার সম্পর্কে এলো বড় পরিবর্তন। বেইজিংয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে দুই দেশ।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠক শেষে জানানো হয়, কানাডার ক্যানোলা তেলের ওপর চীনের শুল্ক ৮৫ শতাংশ থেকে কমে হবে ১৫ শতাংশ।
এর বদলে কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমিয়ে আনবে ৬ দশমিক ১ শতাংশে। তবে বছরে সর্বোচ্চ ৪৯ হাজার চীনা ইলেকট্রিক গাড়ি কানাডার বাজারে ঢুকতে পারবে।
প্রায় এক দশকের মধ্যে চীন সফর করা প্রথম কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য এটি বড় কূটনৈতিক সাফল্য। যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্কনীতির কারণে বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে কানাডা।
কার্নি সংবাদ সম্মেলনে বলেন, 'চীনের সঙ্গে আমাদের আলোচনা বাস্তবসম্মত ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হয়েছে।'
তবে মানবাধিকার, নির্বাচন হস্তক্ষেপ ও তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে মতপার্থক্য স্পষ্ট করেছে অটোয়া। বিশ্লেষকদের মতে, এই সমঝোতা শুধু দুই দেশের সম্পর্ক নয়, বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে।
টিজে/টিকে